সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খানের নাম ভাঙিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবৈধ ড্রোজার ব্যবসা চালিয়ে যাচ্ছে যুবলীগ নেতা মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী দেলোয়ার হোসেন ভূঁইয়া, আতাউর রহমান ও মেজবাহ ভূঁইয়া। পদ্মা জ¦ালানি তেল ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসিয়ে তারা জালকুড়ি দশপাইপ এলাকায় নাল জমি ভরাট করছে। এতে ড্রেজারের পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানা গেছে, গোদনাইল পদ্মা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়েছে দেলোয়ার হোসেন ভূঁইয়া, আতাউর রহমান ও মেজবাহ ভূঁইয়া। সেখান থেকে ড্রেজারের পাইপ নিয়েছে জালকুড়ি দশপাইপ এলাকা পর্যন্ত। বিভিন্ন স্থানে ড্রেজারের পাইপ লিক থাকায় পানিতে তলিয়ে যায় বাসা-বাড়ি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব বাড়ির বাসিন্দাদের। গত শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় গোদনাইল এলাকার একবৃদ্ধ ড্রেজারের পানিতে পড়ে গিয়ে আহত হওয়ার অভিযোগ উঠেছে। পতিত আওয়ামী লীগ সরকার আমলে তাদের ড্রেজারের গর্তে পরে আদর কাজী(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছিল।
অভিযোগ উঠেছে, দেলোয়ার হোসেন ভূঁইয়া, আতাউর রহমান ও মেজবাহ ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলাই-আগস্ট ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হওয়া মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী। আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিল লক্ষনীয়।
সিদ্ধিরগঞ্জ গোদনাইলের বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, জেলার জনপ্রিয় নেতা সাবেক ছাত্রদল নেতা জাকির খানের নাম ভাঙিয়ে দেলোয়ার হোসেন ভূঁইয়া, আতাউর রহমান ও মেজবাহ ভূঁইয়া অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালাচ্ছে। এতে জাকির খান ও বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় লোকজন। তাই এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্চি।
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ড্রেজারের বৈধতা আছে। আমরা অবৈধভাবে কিছু করছিনা। ড্রেজারের কারণে মানুষের দুর্ভোগ নয় বরং উপকার হচ্ছে। আওয়ামী লীগ কিংবা মতি আয়োজিত কোন অনুষ্ঠানে আমি কখনো অংশ গ্রহণ করিনি।