ষ্টাফ রিপোর্টার:
কোটা আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এসব মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে। তাঁকে নাশকতার মূল পরিকল্পনাকারী ও হামলার নেতৃত্বদানকারী হিসেবে চিহিৃত করা হয়।
গত ১৯ জুলাই থেকে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত গত ১১ দিনে ১২টি মামলা করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮-১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলনের নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকে আগ্নিসংযোগ ও হাজী ইব্রাহিম খলির শপিং কমপ্লেক্সে আগুন দেয়। ঘটনার একদিন পর ডাচ বাংলা ব্যাংক থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
তাতে আরো বলা হয়, মহাসড়কে গাড়িতে আগুন, শিমড়াইল ও সাইনবোর্ডের পুলিশ বক্স ভাঙচুর, সানারপাড়ে আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিুবর রহমানের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার মালিকানাধীন পেট্রোল পাম্প শ্যামসে হামলা, ভাঙচুর, মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় হামলা, মিতালী মার্কেটের অফিসে অগ্নিসংযোগ, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সাইনবোর্ডে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জাতীয় যুব উন্নয়ন কর্পোরেশনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্নভাবে ধ্বংসযজ্ঞ চালানোর মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ইকবাল হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কালের কণ্ঠকে জানান, পুলিশের ওপর হামলা, গাড়িতে ও মার্কেটে অগ্নিসংযোগ, পাসপোর্ট অফিস ভাঙচুর, পিবিআই কার্যালয়ে হামলা লুটপাট, জাতীয় যুব উন্নয়ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১২ মামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, হেফাজতে ইসলামের আন্দোলনের সময় নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবালকে গ্রেফতার করা হয়েছিল। এবার নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে খুব শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।