সিদ্ধিরগঞ্জ প্রতিািনধি :
সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় আব্দুল্লাহ আল মামুন নামে এক বিএনপি নেতার জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ আলী, মো: শরীফ, আল আমিন, আব্দুল আজিজ, আব্দুস সালাম, মামুন ও ফাতেমা গংদের বিরুদ্ধে। শনিবার (১০ মে) দুপুরে তারই সূত্র ধরে ওই ভুমিদস্যু গং ওই জমিতে প্রতিষ্ঠিত স্কুল, মাদ্রাসা ও এতিমখানার সাইনবোর্ড ভাংচুর করে।
সম্প্রতি তাদের বিরুদ্ধে আদালতে মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পরও এই চিহ্নিত ভূমিদস্যু গং নানান ধরণের হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন জানান, বিগত ২০ বছর আগে সিদ্ধিরগঞ্জ মৌজা স্থিত, দাগ নং এসএ ও সিএস ৩১৩৪, আরএস ৬৭২০, ৬৭২১, ৬৭১৯, ৬৭১৮ নং দাগে ৯৫ শতাংশ জমি আমার এবং আমার স্ত্রীর নামে ক্রয় করে বাড়ি ও আল-হেরা ইন্টাঃ হাই স্কুল প্রতিষ্ঠা করি এবং সুখে শান্তিতে বসবাস করে আসিতেছি। আমরা এই জমির উপর নিয়মিত হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল দিচ্ছি। এই জমির নামেই স্কুলের রেজিষ্ট্রেন নিয়ে স্কুলের কার্যক্রম চালাচ্ছি। বৈধভাবে জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছি।
ইতিমধ্যে কিছু দুস্কৃতিকারী লোক আমাদের বাড়ি ও স্কুল বেদখল করার পায়তারা করায় একটি মামলা করি। যার নাম্বার ১৮২/২০১২। এতে আদালত আমাদের পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রী জারি করেন। এরপরও সন্ত্রাসীরা আমাদের বাড়ি বেদখল করার উদ্দেশ্যে হুমকি ধমকি দিচ্ছে।
এ দিকে গত ৪ মে দুপুর ২ টায় মোহাম্মদ আলী, মো: শরীফ, আল আমিন, আব্দুল আজিজ, আব্দুস সালাম, মামুন ও ফাতেমাসহ ১০/১২ জন ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক আমার জমিতে দেয়াল করা বাউন্ডারি এবং ভিতরের গাছ-পালা কেটে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন সয়ম চাঁদা দাবি করে। এই জমির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্তেও তারা হুমকি ধমকি দিয়ে আসছে। যে কোন সময় আমাদের জমিতে প্রতিষ্ঠিত স্কুল, মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রী, ভাড়াটিয়াদের এবং আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে বিধায়, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানায়, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।