প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে প্রায় সাগে ২৭শত পিস ইয়াবাসহ মিজবাহউদ্দিন রিয়াদ নামে একজনকে গ্রেফতার করেছে। সোমবার ৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জ এলাকায় চেকপোষ্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজবাহউদ্দিন রিয়াদ কক্সবাজারের উখিয়া এলাকার মো.ফয়েজ আহম্মেদের ছেলে।
র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আটক রিয়াদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ বিশেষ কৌশলে কলেজ ব্যাগের ভিতর ২৭৪৫ পিস রেখে ছিল। গ্রেফতারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ এর বিরুদ্ধে চট্রগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজারের উখিয়া থানায় দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৪/১১/২০২৪ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।