জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নার্গিস আক্তারের স্বামী বৈদ্যোর বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে হাকিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকালে তার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের দুই দুইবারের সাবেক সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা।
শোক বার্তায় সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা মরহুম আবুল কালাম আজাদ ওরফে হাকিমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম আবুল কালাম আজাদ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।