Views: 5
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জের বন্দরে ৮ হাজার ৮শত পিছ ইয়াবা ট্যাবলেসহ মোহাম্মদ কায়ুম রায়হান (২০) নামে এক মাদক ব্যবসায়ীক গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত পোনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হান
কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং এলাকার হাফেজ উল্লাহ এর ছেলে
অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সঙ্ঘবদ্ধ মাদকচক্র বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার স্যারের নির্দেশে আমিসহ বন্দর থানার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়, এসময় সন্দেহভাজন এক ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকা গামী বাস থেকে নামলে তাকে আটক করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগে শুটকি এবং আচারের মধ্য হতে তল্লাশি করে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই।
তিনি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।