জাগো নারায়ণগঞ্জ:
২৩,৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মোঃ মনির হোসেন (৪৫) রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে, গ্রেফতারকৃত মনির হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।