এ আর পারভেজ:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, “জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে নির্বাচন দিতে হবে।” মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হান্নানুর রহমান রতনের স্মরণ সভা অনুষ্ঠানে ভিপি নুর এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের আগেই দাবি ছিল রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনগুলোর আলাপ-আলোচনা চলবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলছে। এদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।”
এসময় ভিপি নুর আরও বলেন, “এদেশে বিগত আমলে আমরা দেখেছি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর হলে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের জন্ম হয়। তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টিও সংস্কার করতে হবে। দেশে প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার অধিপতি করে রাখা হয়েছে। রাষ্ট্রপতি কেবল রাষ্ট্রীয় জ্ঞাপন ও প্রধান বিচারপতি নিয়োগ এগুলো ছাড়া কোন ক্ষমতার ব্যবহার করতে পারেন না। তাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা সমতার ভিত্তিতে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদে যেন একক কোন দলের আধিপত্য না থাকে। অর্থাৎ নির্বাচিত দলের মতামত প্রকাশের ভারসাম্য থাকতে হবে।
উক্ত স্বরণ সভা এবং দোয়ায় আরো উপস্থিত ছিলেন, মুখপাত্র ফারুক হাসান,উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ,নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া,সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল,সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মারুফ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ টিটু, সিদ্ধিরগঞ্জ থানা গন অধিকার পরিষদের আহবায়ক আল মাহমুদ শরিফ এবং জেলা,যুব,ছাএ অধিকার পরিষদ সহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ।