ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া ও গোয়ালদী ২নং কালভার্ট-গোয়ালদী খালেকের বাড়ির নবনির্মিত দুটি জনগুরুত্বপূর্ণ ইউনিবল্কের সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রায় পৌনে ২ কোটি টাকায় নির্মিত এ রাস্তা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পের আওতায় রাস্তা দুটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাশরেকুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আলী আকবর, মো. আতিকুল হক, ঠিকাদার মো. মাঈনুদ্দীন, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, বিল্লাল হোসেনসহ সোনারগাঁও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাস্তা দুটির টেন্ডারে অংশগ্রহণ করে এর কাজ বাস্তবায়নে কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলামী পরশ পাথর। এর আগে অতিথিদ্বয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও পৌরসভার বাগমুছা গ্রাম এলাকায় গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়ন করেন।
সোনারগাঁও পৌরসভার গোবিন্দ্রপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, পৌর এলাকার বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া গ্রামের রাস্তাটি নির্মাণ না করায় বছরের পর বছর ধরে এলাকার শতশত সাধারণ মানুষ তাদের বাড়িঘরে ও কর্মস্থলে আসা-যাওয়া করার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়েছেন। রাস্তাটি নির্মাণ করায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এখন থেকে মানুষ কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে পারব।
সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, সোনারগাঁও পৌরসভার সাধারণ জনগণের চলাচলের স্বার্থে জনগুরুত্বপূর্ণ বাড়ি শ্যামকুমার-দক্ষিণ ষোলপাড়া ও গোয়ালদী ২নং কালভার্ট-গোয়ালদী খালেকের বাড়ির নবনির্মিত দুটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরপর জনস্বার্থে নির্মিত রাস্তা দুটি দিয়ে যানবাহন চলাচল করার জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়।