জাগো নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর শেখেরচরে সন্ত্রাসী বাপ্পি বাহিনীর হামলায় ৫ জন আহত হয়েছে।এ ব্যাপারে মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নিম্ন স্বাক্ষরকারী মোঃ মোবারক হোসেন পিতা-মৃতঃ আব্দুস সুবহান, সাং মছলন্দপুর শেখেরচর,-বারদী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, অত্র থানায় হাজির হইয়া বিবাদী মোঃ বাপ্পি পিতা-মোঃ সাইদ, মোঃ ইব্রাহীম পিতা-মৃতঃ মাহামুদ আলী, মোঃ সাইদ পিতা-মৃতঃ আব্দুস সোবহান, মোঃ মান্নান পিতা-মৃতঃ আঃ করিম, মোঃ রমজানপিতা-মৃতঃ জামান, সর্ব সাং মছলন্দপুর শেখের চর সহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীদের সাথে পূর্ব হইতে বিরোধ চলিতেছে। উক্ত শত্রুতার জের ধরিয়া গত ৩০/০৫/২০২৪ইং রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা তাহাদের হাতে থাকা ধারালো রামদা, ছেনা, চাপাতি, শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী ভাবে সোনারগাঁ থানাধীন শেখের চর সাকিনস্থ মজিবর এর বাড়ীর সামনে আমার ভাই অলিউল্লাহ এর ছেলে ইমন (১৭) কে পথরোধ করিয়া মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। সংবাদ পাইয়া আমার ভাই মোঃ অলিউল্লাহ ও তাহার স্ত্রী হোসনে আরা সহ ঘটনাস্থলে আসিয়া ঠেকাইলে উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার ভাই অলিউল্লা ও তাহার স্ত্রী হোসনে আরাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী মারপিট করিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা জখম করে। ৪নং বিবাদী মান্নান উপস্থিত থাকিয়া হুকুম দিয়া বলে শালার বেটাকে জীবনে শেষ করিয়া ফেল। ১নং বিবাদী উক্ত হুকুম পাইয়া তাহার হাতে থাকা শাবল দিয়া আঘাত করিয়া আমার ভাই অলিউল্লাহ এর মাথায় কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা বটি দিয়া কোপ মারিয়া আমার ভাই এর স্ত্রী হোসনে আরা বেগম এর মাথায় কাটা রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী লোহার রড দিয়া আঘাত করিয়া আমার ভাই এর ছেলে ইমন এর বাম হাতের অনামিকা আঙ্গুল ফাটা রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদী আমার ভাই এর সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল সেট নিয়া যায়। যার মূল্য-১৬৫০০/-টাকা। ৫নং বিবাদী আমার ভাই এর স্ত্রী হোসনে আরা বেগম এর গলায় ব্যবহৃত ৮ আনা ওজনের একটি স্বনের চেইন নিয়া যায়। যার মূল্য-৫০,০০০/-টাকা। ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আসিয়া ঠেকাইলে বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ করিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে চলে যায়। স্থানীয় লোকজনদের সহযোগীতায় জখমীদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়।
অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোবারক হোসেন।