নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল করে রাতের আধারে মাটি কাটার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
গত পহেলা জানুয়ারী সোনারগাঁ থানায় মো: হানিফা, জাহাঙ্গীর প্রধান,পিয়ার আলী, সবুজ ভুইয়াসহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জনকে আসামি করে অভিযোগ করেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের মৃত আনোয়ার হেসেনের ছেলে শাহকামাল।
থানায় করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন মঙ্গলেরগাঁও মৌজার সিএস ও এসএ-১৩৮, আরএস-১৯২, ১৯৪, দাগে ৬৬ শতাংশ সম্পত্তি কৃষি জমি পৈত্রিক ওয়ারিস সূত্রে মালিক হয়ে ভোগ দখলরত আছেন শাহকামাল। পূর্ব শত্রুতার জের ধরে গত ১৮ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে তার সম্পত্তির সীমানার ভিতর জোরপূর্বক ভাবে মাটি কেটে নিয়া যায় এবং সম্পত্তি দখল করার অপচেষ্টা করে আওয়ামী লীগ নেতার ও ভূমিদস্যু হানিফা ও তার লোকজন। বাঁধা দিতে গেলে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দেয়।
এ বিষয়ে সামজিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়া সালিশ বৈঠকে মিমাংশার চেষ্টা করা হলেও অভিযুক্তরা উপস্থিত হয়না। এমনকি এ বিষয়ে থানা পুলিশের স্বরণাপন্ন হলেও কোন কর্নপাত না করে রাতের আঁধারে ওই জমি জোর পূর্বক অবৈধ দখলের অপচেষ্টা করে। এ নিয়ে ঝগড়াসহ যে কোন সময় খারাপ পরিস্থিতি হওয়ার আশঙ্কা করছেন শাহকামাল।
এদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো: হানিফাকে ০১৮৭০১৯৭৪৭০ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।