নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাবো এলাকায় এ নির্বাচনী প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণা ও কর্মী সভায় বিশিষ্ট সমাজ সেবক নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাদীপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সদস্য কাজী মাসুদ,সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম ।
এছারাও আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ব্যাবসায়ী নুরুল হক,জাকির, সাদীপুর ইউনের যুবলীগের সাবেক সভাপতি আহাম্মদ আলী ভুইয়াসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।