নারায়ণগঞ্জ সোনারাগাঁয়ে ৫৪ কেজি গাঁজা ও একটি পিক-আপ ভ্যানসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
আটককৃত মাদক ব্যবসায়ি মোঃ সাদ্দাম হোসেন লক্ষিপুর জেলার সদর থানার চর মোশন এলাকারমৃত আলমের ছেলে।
এর আগে শনিবার সন্ধায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি পিকআপ- ভ্যান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে,এসময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায় সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আটককৃতকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।