ওয়াইফাই পার্সওয়ার্ড না দেয়ায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদ মল্লিকের পালিত সন্ত্রাসী বাহীনী এক নারীসহ তার পিতাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
এঘটনায় ওই নারী মরিয়ম আক্তার (৩০) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরও গত শনিবার বিকেলে আরেক দফা পিটিয়ে আহত করে ওই নারী ও তার পিতাকে। এসময় তাদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে চলে যান বিবাদীরা, বর্তমানে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয়রা জানান,জামপুর ইউনিয়ন বিএনপি নেতা মুজাহিদ মল্লিকের ছত্রছায়ায় জামপুরের প্রতিটি ওয়ার্ডে নিরীহ জনগণের উপর হামলা মামলা করছে তার পালিত সন্ত্রাসী বাহিনী,শুধু তাই নয় আওয়ামীলীগ সরকার পতনের পর ওই বাহিনী গুলো বেপরোয়া হয়ে উঠেছে,মানুষের ঘর বাড়ী ভাংচুর লুটপাট চালাচ্ছে, কেউ প্রতিবাদ করলেই মিথ্যা মামলা করে। তাদের ভয়ে এলাকায় কেহ মুখ খলতে সাহস পাচ্ছেনা।
তারই প্রেক্ষিতে জামপুরের মিরেরবাগ এলাকায় ওয়াইফাই পার্সওয়ার্ড না দেয়াকে কেন্দ্র করে তার লোকজন এক মহিলাসহ দুজনে পিটিয়ে আহত করে।
অভিযোগ সুত্রে ও ভুক্তভোগিদের তথ্যে জানা যায়,বিবাদী গাফার ভুক্তভোগি মরিয়মের কাছে তাদের ব্যবহিত ওয়াইফাই পার্সওয়ার্ড চায় পরে না দেয়ায় ওয়াইফ্রাইর তার কেটে ফেলে। কেন তার কেটে ফেলছে জিজ্ঞাসা করলে তার পিতাকে পিটিয়ে আহত করে, পরবর্তীতে থানায় পরবর্তীতে থানায় করলে দ্বিতীয় দফা বাড়িতে অনধিকার প্রবেশ করে বিবাদী গাফার,রহিম, মোমেন,হোসেন ও রহিমা সহ ৩/৪ জন, বাদী ও তার পিতাকে আবারো কিলঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম করে। এসময় তারা আমাদেরকে ৫ আগষ্টের মামলায় আসমী করে চালান দিবে বলে হুমকী দেয়।
এর ২০ দিন পূর্বে সকল বিবাদীগণ আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে ঘর থেকে এলইডি টিভি, সেলাই মেশিন, ২টি ফ্যান, ৬ আনা স্বর্ণলংকার যাহা আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকা সহ ঘরের আসবাবপত্র চুরি কটে নেয়। যাহার সর্বমোট আনুমানিক ৩,০০,০০০/- টাকা। এই বিষয়টি এলাকার পঞ্চায়েত কমিটিদেরকে জানালে তাহারাও কিছু করছে না।
এ বিষয়ে জানতে মুজাহিদ মল্লিক কে ফোন দিলে তিনি তার ব্যবহৃত মুঠোফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।