নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চার সদস্যকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষর লোকজন।
এ ঘটনায় মোঃ কামাল হোসেন সিকদার (৫৫) বাদী হয়ে মঙ্গলবার বিশনন্দী বার্টান সেনা ক্যাম্পের অধিনায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের কান্দাপাড়া বাদীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।
অভিযুক্তরা হলোঃ-মোহন,মিলন, আবুল হোসেন,মেহেদী, মিনহাজ,হোসনেআরা ও মিহাতসহ অজ্ঞাত ৫/৭ জন।
আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত কামালের সাথে দীর্ঘদিন যাবত জমিজমার বিষয় নিয়ে একই এলাকার মোহন,মিলনের সাথে কামালের বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে মোহন,মিলন গংরা কামাল শিকাদারের বাড়ীতে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং বিভিন্ন প্রকারে প্রাণ নাশের হুমকি প্রদান করলে তার ছোট ভাই আহসানুল্লাহ প্রতিবাদ করে এসময় বিবাদী মোহন,মিলন, আবুল হোসেন,মেহেদী, মিনহাজ,হোসনেআরা ও মিহাতসহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা ধারালো রান দা, চাপাতি, শাবল, চাইনিজ কুড়াল, লোহার রড়, বাঁশের লাঠি, এস এস পাইপসহ ও অস্ত্রসজ্যে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় কামাল হোসেন সিকদার (৫৫) তার ভাই আহসানুল্লাহ (৪০) বোন মোসাঃ লিপি (৩০) এবং তার ছেলে আল-আমিন (২২) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ সময় ঘর দরজা ভাঙচুর চালায় ও স্বর্ণ অলংকার, টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।