নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: হাশেম নামে এক প্রবাসীকে হত্যার উদ্যেশে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘনার ভূমিদস্যু আবু দাইয়ানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী হাশেম গত রবিবার সোনারগাঁ থানায় মোঃ মোমেন (৩৫), বিল্লাল মিয়া (৫০), মোঃ আবু দাইয়ান (৩৫) সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় ৩ জনকে আসামী করে থানায়
মামলা দায়ের করেন। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে নাকাটি ভাংগা ঈদগাহ এলাকার রমজান আলীর ছেলে আবু দাইয়ানকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ।
আহত হাশেম জানান, গত রবিবার সকালে হাশেমের বাড়িতে এসে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে সন্ত্রাসী দল আমার ঘরে থাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং আমার ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, ফার্নিচার, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ পনের লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।