“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় স্বাস্থ্য সহকারি ও পরিবার কল্যাণ সহকারিদের অংশগ্রহনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসুচির পরিচিতি ও মডিউল-০১ বিষয়ের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক ভিকরুন নেছা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথী।
এছারাও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপি এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও মাতৃত্বকালীণ সুবিধাভোগীসহ ৮৪ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় গর্ভবতী মায়ের গর্ভকালীন ৪ মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদাপূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দ্যেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে।