নারায়ণগঞ্জে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৪ কিজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রানা মোল্লা (৩০) যশোর জেলার কোতোয়ালি থানার রূপদিয়া বলরাম এলাকার নাছির মোল্লার ছেলে।
সোনারগাঁ থানার এসআই আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে রাত দেড় টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে মাদক ব্যবসায়ী রাণামূল্যের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই । রানার কাছে পাওয়া ৪ কেজি গাঁজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকমত ব্যক্তি পেশাদার মাদক কারবারি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।