ফতুল্লা থানা বিএনপির রাজনীতিকে আত্মীয় করন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুতুবপুর ইউনিয়ন ৯ নং বিএনপি ও অংগ সংগঠনের তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ। ১লা নভেম্বর শুক্রবার বাদ আসর ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লালখা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিগত দিনে সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলন কর্মসুচীতে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। সরকার বিরোধী আন্দোলনে হামলা মামলার শিকার হয়েছি। তারপরও রাজনীতি থেকে পিছ পা হইনি। শেখ হাসির পতনের পর ফতুল্লায় বিএনপির রাজনীতির নেতৃত্বে যারা তার দলকে আত্মীয় করন করছে। আমরা ঘুমন্ত আত্মীয় করন বিএনপি চাই না। আমরা চাই যারা বিগত দিনে ত্যাগ শিকার করে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল তাদের সঠিক মুল্যায়ন করা হোক। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি নেতা নাজমুল হাছান প্রতীক, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ বশির উদ্দিন -মনির হোসেন সেতু, মোঃ রাছেল – কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সানি সহ স্থানীয় নেতৃবৃন্দ।