এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) রাতে ৬ নং ওয়ার্ড শ্রীবরদী পৌরসভার উদ্যোগে কাঁচা বাজার মাঠে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মো. নুরুজ্জমান বাদল। শ্রীবরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি মো. হযরত আলী’র সভাপিতিত্বে ও সেক্রেটারী মাওলানা তাহেরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শেরপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমীর আজহারুল ইসলাম মিষ্টার, সেক্রেটারী মাওলানা রেজাউল করিম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল হালিম, পৌরসভার আমীর শরীফ মোহাম্মদ বিন মুসা নওরোজ, ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সেক্রেটারি আতিকুল্লাহ প্রমুখ। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমর্থক সহ কয়েক শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।