মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলায় বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষে নতুন বাজার চৌরাস্তা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে সবজি বাজার চালু করেছে। সোমবার সকালে এ বাজারের উদ্বোধন করা হয়।
জানা গেছে, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয়সহ সাধারন মানুষের ক্রয় ক্ষতা না থাকায় আমতলী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো. আব্দুল্লার নেতৃত্বে নতুন বাজার চৌরাস্তা মোর এলাকায় সোবার সকাল থেকে ন্যাজ্য মূল্যে একটি সবজি বাজার চালু করা হয়েছে। এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক পিয়াজ, রোশন, আলু, লাউ, লাউ শাক, করলা, বেগুন, কাঁচা মরিচসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন। সকাল ১০টায় বাজারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ, রাজধানী টিভির আমতলী উপজেলা প্রতিনিধি মো. নাসির মাহমুদ ছাত্র প্রতিনিধি ইনজামামুল হক আবিদ, বেল্লাল হোসেন,গোলাম রাব্বি, মৈতি ও বায়েজিদ হোসেন তামিম প্রমুখ। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তেব্য বলেন, ব্যবসায়ীরা যখন বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়িয়ে দিয়েছে সেখানে নিম্ন আয়সহ সাধারন মানুষের কষ্টের কথা বিবেচনা করে বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে বাজার চালু করে যে উদ্যোগ নিয়েছে এজন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই।