মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে চাউলা গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩৫) ও ভায়লাবুনিয়া গ্রাম থেকে ১০পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৩৭) নমে দুজনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। গাজা সহ আটক মনির চাউলা গ্রামের মৃত ছত্তার প্যাদা ও ইয়াবাসহ সহ আটক জাকির হোসেন ভায়লা বুনিয়া গ্রামের কাদের মল্লিকের ছেলে। আটক দুজনকে বৃহস্পতিবার দুপুরে আদতালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিল এর নেতৃত্বে একদল পুলিশ বৃধবার গভীর রাতে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলাপাড়া গ্রামের মৃত ছত্তার প্যাদার ছেলে মনির হোসেনের ঘরে অভিযান পরিচালনা করে পলিথিনে পেচানো ২ কেজি গাজাসহ মনিরকে আটক করে। অন্যদিকে একই দিন রাতে এসআই মহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আমতলী সদর ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের র কাদের মল্লিক এর ছেলে জাকির হোসের ঘরে অভিযান পরিচালনা করে ১০ পিচ ইয়াবাসহ জাকিরকে আটক করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলামের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়া ম্যাজিস্ট্রেট আদদালতের মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।