নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষঃ
হাসিনার রাতের ভোটের সহায়তাকারী ডিসিদের ভাগ্যে কী আছে?
সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনার ভাইরাল ফোনালাপগুলো কি আসল?
মাসদাইরে মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং লিডার সাবুগংয়ের হামলায় রক্তাক্ত জখম ২
ফতুল্লার রামারবাগে আদালতে মামলা চলমান থাকা সত্বেও জমি দখলের চেষ্টা সাইদুলগংদের!
বক্তাবলীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও জাকির খানের মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 
সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ- ৭
বক্তাবলীতে মাদক ব্যবসায়ী শৈশবকে আটক করেও ছেড়ে দিল এলাকাবাসী
বিতর্কিত দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো প্রশ্ন জয়নাল আবেদীন ফারুকের!
আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন
রাষ্ট্রীয় প্রশ্রয়ে ভয়ংকর শামীম ওসমান
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব?
এবার সিন্ডিকেটের কবলে ভোজ্যতেল, সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম
বকশীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ১
আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সোনারগাঁয়ে মাদক পাচারকালে মহিলাসহ আটক-২
ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ,
বন্দর রুপালীতে সড়কে যুবদল নেতা আমিরের ড্রেজার পাইপ, জনদুর্ভোগ চরমে!
ফতুল্লায় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গ্রেফতার
ফতুল্লায় চোরাই তেল সেক্টর নিয়ন্ত্রনে সন্ত্রাসী ফরহাদের মহড়া!
ইসলামপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প পর্যালোচনা বিষয়ক কর্মশালা
বকশীগঞ্জে আ.লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির গ্রেফতার
‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’
ঢাকাসহ সারাদেশে শোডাউন দেখিয়ে কী বার্তা দিল বিএনপি
সন্ত্রাসী ও ভূমিদস্যু মুজিবর ও হাবিবের বিরুদ্ধে ওসির কাছে সেলিমের স্মারকলিপি
সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসুচি
আওয়ামী নৈরাজ্যে ঠেকাতে মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা হাসান ইমাম!
আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আল আমিনকে হত্যা মামলায় কোর্টে প্রেরন
Next
Prev
প্রচ্ছদ
রমজাননির্ভর পণ্যে বাড়তি মুনাফা,সিন্ডিকেটের থাবায় বিচলিত সরকার

রমজাননির্ভর পণ্যে বাড়তি মুনাফা,সিন্ডিকেটের থাবায় বিচলিত সরকার

প্রকাশিতঃ

Views: 2

নীতিনির্ধারক পর্যায়ে বৈঠকে চার সিদ্ধান্ত, পাশাপাশি ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে সুবিধা

পণ্যের বাড়তি দামে বাজারে ভোক্তার রীতিমতো বোবাকান্না চলছে। এরই মধ্যে মার্চে শুরু হচ্ছে রমজান। আর এই মাসকে ঘিরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাথাচাড়া দিয়ে উঠেছে। কারসাজি করে রমজাননির্ভর পণ্যে বাড়তি মুনাফা করতে থাবা বসিয়েছে। সিন্ডিকেট করে ৪ মাস আগ থেকেই বাড়াচ্ছে দাম। এমন পরিস্থিতিতে এখন থেকেই এক প্রকার বিচলিত সরকার। ফলে বাজার নিয়ন্ত্রণে কঠোরতা কমিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে অঢেল সুবিধা। সম্প্রতি এ নিয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে এক বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবারের সরকার অরাজনৈতিক সরকার। স্বল্প পরিসরে উপদেষ্টা দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। এতে সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে রোজায় পণ্যের দাম আরও বাড়বে। তাই পণ্যের দাম কমাতে সরকার কঠোর অবস্থানে না গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার দিকে হাঁটছে। বাজার তদারকিতে হুমকি-ধমকি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাজার মনিটরিংয়ে এক প্রকার পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় কয়েক আমদানিকারকের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনটি কাজ করতে গিয়ে নীতিনির্ধারকরা দেখবেন-বাজারে পণ্যের দাম যৌক্তিক নাকি অযৌক্তিক পর্যায়ে আছে। পাশাপাশি বাজারে হস্তক্ষেপ করা দরকার আছে কিনা, তা বিশ্লেষণ করে বের করবেন। এতেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে কঠোর অবস্থানে গিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে।

এছাড়া পণ্যের দাম সহনীয় করতে কঠোরতায় না গিয়ে সরকার ব্যবসায়ীদের নানা ধরনের সুবিধা দিচ্ছে। পণ্য আমদানিতে এলসি মার্জিন উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ব্যাংক থেকে যে কোনো পরিমাণ ঋণ নিয়ে ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারবেন। এজন্য পর্যাপ্ত ডলার সরবরাহও নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া ইতোমধ্যে কিছু পণ্যে আমদানিতে শুল্ক কমানো ও শূন্য শুল্ক সুবিধাও দেওয়া হয়েছে। এতে আমদানি খরচ কমলেও বাজারে দাম কমছে না। সরকারের দেওয়া এসব সুবিধা চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে।

এদিকে বাজারে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে কৃষি পণ্য। এর মধ্যেও রোজা শুরুর ৪ মাস আগেই সিন্ডিকেটের কারসাজিতে রোজা নির্ধারিত পণ্যের দাম বাড়তে শুরু করেছে। খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১২৫-১৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম বেড়েছে ৫-১০ টাকা।

নয়াবাজারের মুদি বিক্রেতা মো. তুহিন বলেন, রোজা ঘিরে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা রোজা শুরুর আগেই সিন্ডিকেট শুরু করেছে। পণ্যের চাহিদা এখন না থাকলেও রোজায় অতি মুনাফা করতে এখন থেকেই ছোলার দাম বাড়িয়ে দিয়েছে।

পাশাপাশি ৭ দিনের ব্যবধানে সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে। বিক্রেতারা জানান, প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। যা ৭ দিন আগেও ১৬০ টাকা ছিল। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭-১৭০ টাকা। যা এক সপ্তাহ আগেও ১৬৫-১৭০ টাকা ছিল। এছাড়া দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। যা ৭ দিন আগেও ৩৩৫ টাকা ছিল। পাশাপাশি খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৫৬ টাকা। যা এক সপ্তাহ আগেও ১৫০ টাকা ছিল। আর পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৬০ টাকা। যা আগে ১৫৪ টাকা ছিল।

এছাড়া খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত রাইসব্রান তেল বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা। যা এক সপ্তাহ আগে লিটারপ্রতি বিক্রি হয়েছে ১৮৫-১৯৫ টাকা। সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত রাইসব্রান তেল বিক্রি হচ্ছে ৯৮০-১০৫০ টাকা। যা ৭ দিন আগেও ৮৮০-৯২০ টাকায় বিক্রি হয়েছে।

মৌলভীবাজারের পাইকারি ভোজ্যতেলের ডিলাররা জানান, কোম্পানিগুলো আগে নোটিশ দিয়ে তেলের দাম বাড়াত। এখন তার ধার ধারছে না। যখন যে রেট দেয়, আমাদের সেই রেটে ভোজ্যতেল বিক্রি করতে হয়। এমনকি চাহিদার পরিপ্রেক্ষিতে সরবরাহ কম দিচ্ছে। মনে হচ্ছে রোজায় দাম আরও বাড়ানোর জন্য পাঁয়তারা করছে।

অন্যদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণায় কেজিপ্রতি দেশি পেঁয়াজের দাম ১০ টাকা কমলেও ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক মাস আগেও ১২০ টাকা ছিল। আর দুই মাস আগে বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা। মসুর ডালের দাম নতুন করে বৃদ্ধি না হলেও ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি চিনি ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। শ্যাম বাজারের আমদানিকারক ও পাইকারি আড়তদার শংকর চন্দ্র ঘোষ বলেন, সরকার এ মুহূর্তে পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত সঠিক নিয়েছে। এ সময় দেশি পেঁয়াজ শেষ ও নতুন পেঁয়াজ বাজারে আসার মৌসুম। এ সময় সরবরাহ কম থাকায় দাম বেড়ে যায়। এখন আমদানিতে খরচ কমায় সরবরাহ বাড়তে থাকবে। ইতোমধ্যে কেজিপ্রতি ১০ টাকা কমেছে। রোজায় দাম ক্রেতা সহনীয় থাকবে।

জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন, নতুন সরকারের কাছে ভোক্তার প্রথম চাওয়া পণ্যের দাম কমানো। সরকার সে লক্ষ্যে কাজ শুরু করেছে। সরবরাহ বাড়াতে একাধিক পণ্যে শুল্ক ছাড় দিয়েছে। তদারকিও করা হচ্ছে। তারপরও যেন কিছু পণ্য নিয়ে অসাধুরা কারসাজি করছে। কিছুদিন আগে ডিমের দাম বাড়লেও এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এরপরও কিছু পণ্যের দাম এখনও বাড়তি। সেদিকে সরকারের নজর বাড়াতে হবে। পণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দিতে হবে। দরকার হলে অসাধুদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ভোক্তা অধিদপ্তরের সরকারি পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনায় রোজা ঘিরে এখন থেকেই বাজারে তদারকি জোরদার করা হয়েছে। ডিমসহ কিছু পণ্যের দাম কমেছে। বাকি যে সব পণ্যের দাম অসহনীয় আছে তা শিগগিরই ক্রেতা সহনীয় হয়ে আসবে।

তথ্যসুত্রঃ যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

উপদেষ্টা মন্ডলীঃ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!