রাশেদুল ইসলাম রনি ,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ নাশকতার মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কামালপুর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধুরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ সেলিম (৪০) কে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
শনিবার ( ৯ নভেম্বর) রাতে গোপন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার খন্দকার শাকের আহমেদ বলেন,ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধুরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ:লীগনেতা সেলিমকে নাশকতায় মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।