ষ্টাফ রিপোর্টার:
সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায়, নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে আওয়ামীলীগের কর্মসূচিতে নৈরাজ্য প্রতিরোধে এবং সকল ষড়যন্ত্র রুখতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ সংগঠন।
রবিবার ১০ অক্টোবর ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ড থেকে জালকুড়ি,শিবুমার্কেটে, জেলা পরিষদ, নতুন কোর্ট, চাষাড়া হয়ে বৃহত্তর ইসদাইর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দ্যোশে সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বলেন, ৫ আগষ্টে স্বৈরাচারী শেখ হাসিনা দেশত্যাগের পর দেশের সাধারন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছেন। অথচ ভোট চোরের সর্দারনী ও দূনীতি এবং হত্যাযজ্ঞের মহানায়িকা শেখ হাসিনা সুদুর ভারতে পালিয়ে থেকে বাংলার জমিনকে আবারও অশান্ত করার পায়তারায় লিপ্ত হয়েছেন। যা কখনও সম্ভব হবেনা। কারন বাংলার মানুষ শেখ হাসিনার নীতিহীনতার রাজনীতি বুঝে গেছে। নেতাকর্মীদেরকে বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে গিয়ে নির্লজ্জের মত হুকুম দিচ্ছেন আন্দোলন করতে। ভাবতে অবাক লাগে যখন তারা মুখে বলেনমযে গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। একজন মানুষ কতটুকু বেহায়া ও নির্লজ্জ হলে তাদের মুখ থেকে এরুপ পাগলের প্রলাপ করতে পারে তা আমাদের জানা নেই। তিনি আরও বলেন,আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা পুর্বেও মাঠে ছিলাম বর্তমানেও আছি। কোন অপশক্তি বাংলার জমিনকে আর অশান্ত করতে পারবেনা ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,শ্রমিকদল নেতা মোহাম্মদ শুক্কুর,ফতুল্লা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন আরমান,ফতুল্লা ইউনিয়ন যুবদল কার্যকরী সদস্য মোমিন,যুবদল নেতা স্বপন,আমির,মামুন,উৎসব,হাফিজুল ও জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।