ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানায় ৭৬/১১/২০১৩ বিস্ফোরক মামলায় বিশেষ ট্রাইবুনাল ৭৮১৪ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ১৭/১১/২০২৪ বেকসুর খালাস পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। রবিবার ১৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত তাকে খালাস প্রদান করেন।
রবিবার (১৭ নবেম্বর ) দুপুরে নারায়নগঞ্জের জজকোর্টে বিস্ফোরক মামলায় খালাস পেয়ে সাংবাদিকদের কাছে এভাবেই অনুভূতিতে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে ২০১৩ সালে মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর মামলা টেনেছি। জেলে গিয়েছি। বাড়িঘরে থাকতে পারি নাই। আজ সেই মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছি। আলহামদুলিল্লাহ।