ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভূলতা সাওঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও আধুনিক রুপগঞ্জ গড়ার স্বপ্নদ্রষ্টা ডন সেলিম প্রধান আদালতে আত্মসমর্পন করে চাঁদাবাজি মামলায় জামিন নিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আতœসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক মোঃ বদিউজ্জামান জামিন মঞ্জুর করেন।
জানা যায়,ডন সেলিম প্রধান জেলহাজতে থাকার সময় কতিপয় ভূমিদস্যু তার জমি দখল করে আড়ৎ স্থাপন করে।ডন সেলিম প্রধান তার জমি ছেড়ে দিতে বললে উল্টো তার নামে মিথ্যা, বানোয়াট, চাঁদাবাজি মামলা দায়ের করেন।
আদালত হতে জামিন লাভের পর সেলিম প্রদান গণমাধ্যম কর্মীদের বলেন, বিগত সরকারের স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী, ডাক্তার মজিবর ও বালু হাবিব নানান ভাবে আমার জমি দখল করে হয়রানি করতে থাকে।
আমি আমার জমি ছেড়ে দিতে বললে ডাক্তার মজিবর ও বালু হাবিব বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এমনকি আমার নামে আদালতে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে।
আজ বিজ্ঞ আদালত আমাকে জামিন মঞ্জুর করেছে। গাজীর লোকগুলো দিপু ভূইয়ার মাধ্যমে আমাকে আবারো নানান ভাবে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
আমি আগে বলেছি রূপগঞ্জ হতে যে কোন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবেনা। আমি রূপগঞ্জের দখল হওয়া ফুটপাট দখল মুক্ত করেছি। এখনো বলছি কোন ধরনের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা রুপগঞ্জের মাটিতে কাউকে করতে দিবোনা।