জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে কারাদন্ড দিয়েছে নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে পৌর এলাকার বেপারীপাড়া মোড়ে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন ।
এ সময় মাদক সেবন করা অবস্থায় মো: ইমরান (২৩) এবং রামু রাজভরকে(২৪) হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রামু রাজভরকে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদ›ড এবং মো: ইমরান হোসেনকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।