মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে উপজেলা ও পৌরসভার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় স্থায়ী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক কাওসার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আহাদ, খাদ্য কর্মকর্তা শারমিন জাহান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, রফিকুল ইসলাম রিপন, আমতলী সরকারী একে হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর রহমান, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবির, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান, সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
বক্তরা যার যার অবস্থান থেকে অর্থনৈতিক শুমারি ২০২৪ সফল করার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।