নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত গাঁজা ব্যবসায়ি ইদ্রিস আলী (৬০)মাদারীপুর জেলার কালকিনি থানার যদিরা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ও নারায়ণগঞ্জ ফতুল্লার মধ্য নসিমপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে শাকিল(২৮) এবং ইয়াবা ব্যবসায়ি গাজীপুরের টঙ্গী থানার মরকুন টেকপাড়া এলাকার মহরম আলীর ছেলে শওকত আলী (৪৩)।
সোনারগাঁ থানার পুলিশের এস আই আল ইসলাম জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে যানবাহন তল্লাসীকালে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করলে ৩ কেজি গাঁজা ও ১৪০ পিছ ইয়াবাহ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ দুই হাজার টাকা।
আটককৃতদের নামে এর আগেও মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।