ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা বলেছেন, বিএনপি একটি গন মানুষের দল, মানুষের অধিকার আদায় ও তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি বিগত দিনে অগ্রনী ভুমিকা পালন করেছে আগামীতেও করবে। মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের করেছি। তারই ফল স্বরুপ ৫ আগষ্ট এদেশের ছাত্র জনতার গঅভ্যুর্থানে স্বৈরাচার শেখ হাসির পতন হয়েছে। শেখ হাসিনার পতন হলেও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই, ভারতে বসেও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা
বিক্রি করে খেয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বাদ আসর কুতুবপুর লাকী বাজারে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জাসাসের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের দোসররা এখন বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। তারা যেন বিএনপি ও অংগ সংগঠনের কোন কমিটিটতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাবেক রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন, জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ফতুল্লা থানা জাসাসের সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ গোলাম কাদির, সাধারণ সম্পাদক ডি এম লিটন, যুগ্ম সম্পাদক আব্বাস খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার রায়হান, এ সময় আফজাল গাজীকে সভাপতি, এ আর সাইফুলকে সাধারন সম্পাদক ও নুরউদ্দীন গাজীকে সাংগঠনিক সম্পাদক করে কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড জাসাসের কমিটি গঠন করা হয়েছে।