ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরের পঞ্চবটী যমুনা ডিপো সংলগ্ন অজ্ঞাতনামা শহীদের স্বরনে নির্মিত বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার। রবিবার ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় যমুনা ডিপো সংলগ্ন বধ্যভুমিতে এ ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।
জেলা প্রশাসন আয়োজিত অজ্ঞাতনামা শহীদের স্বরনে নির্মিত বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর পক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধার মাঝে একটি করে পানজাবী বিতরন করা হয়।
পরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল শহীদদের স্বরনে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।