স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ও কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক আহাম্মদ আলীর নেতৃত্বে বিজয় দিবস পালন করা হয়েছে। ।
সোমবার( ১৬ই ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বিজয়স্তম্ভে এসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে শিবু মার্কেট হতে বিশাল রেলী নিয়ে চাষাড়া বিজয় স্তম্ভে আসেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সহ সভাপতি আহাম্মদ,৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মামুন, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সেক্রেটারি মোহাম্মদ গোলজার হোসেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের মহাসচিব মোঃ ইমরান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও শ্রমিক দল নেতা আহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জের মানুষের প্রাণপ্রিয় নেতা, বিএনপির দুঃসময়ের কান্ডারী,আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন এর নির্দেশে আজকে আমরা স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করলাম।
আগামীতে ও গিয়াসউদ্দিন এর ডাকে যেকোনো অনুষ্ঠানে যোগদান করে সফল করে তুলবো।