মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা সভার আয়োজন করে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ওসি মো. অরিফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আলমগীর তালুকদার, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানু, পৌর বিএনপির ও যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ মৃধা, বৈষম্য বিরোধী অন্দোলনের ছাত্র প্রতিনিধি ইনজামামুল হক আবিদ, ইসলামী আন্দোলনের সম্পাদক গাজী মো. বায়েজিদ ও মুক্তিযোদ্ধার সন্তান জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।