ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গুদারঘাটে জনসাধারণের ও যানবাহন চলাচলের জন্য আরসিসি র্যাম নির্মাণের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ডিসেম্বর) সকালে আরসিসি র্যাম নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোক্তার হোসেন,আব্দুল মান্নান মেম্বার,জাকির হোসেন মেম্বার, ওসমান গনি মেম্বার, রওশন আলী মেম্বার,মান্নান মেম্বার, ফিরোজ মেম্বার, আব্দুল ওহাব, সোহেল মেম্বার, কহিনুর মেম্বার, রুমা মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত জনতার উদ্দেশ্যে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বলেন,আল্লাহর রহমতে ও অন্তর্বতী সরকারের সার্বিক সহযোগিতায় জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য র্যাম নির্মান কাজ শেষ করতে পারলাম। বাকি কাজগুলোও সময় মোতাবেক শেষ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এর আগে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস, সকল উপদেষ্টা সহ জনসাধারণের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
১ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৯২৮ টাকা ব্যয়ে আরসিসি র্যাম নির্মান কাজ শেষ করা হলো।