রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে ১হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবারর (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার টুপকারচর সরদারপাড়া রফিক ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার অসহায় দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পাইন ও অর্থোপেডিক সার্জন,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যাপক ডাক্তার মোঃ রেজাউল করিম।
রফিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ক্বারী ইদ্রিস আলীর সভাপতিত্বে ও রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন ফুয়াদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিশের শুরা সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, জামায়াতের সুরা সদস্য মাওলানা সাজ্জাদ হোসাইন,খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ব্যবসায়ী আব্দুল হামিদ,নূর ডায়াগনস্টিকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জয়নাল আবেদীন, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিঃ এরিয়া ম্যানেজার গোলাম সরয়ার,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহিন আল আমিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ আরো অনেকেই । প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. রেজাউল করিম বলেন, বাবা মার নেক আমলের কারণে সন্তানরা সম্মানিত হয়। আজ আমার বাবা মার নেক আমলের কারণে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। আমার বাবার উদ্যোগে ২০০২ সালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রফিক ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আমরা তখন ২০ টি পরিবারের মাঝে রিকশা বিতরণ করেছিলাম। কোনো একটা কারণে আমাদের সেই প্রজেক্ট ফেইল করে। তারপরও আমরা পিছিয়ে থাকি নাই। রফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আনোয়ার হোসেন ফুয়াদের নেতৃত্বে রফিক ফাউন্ডেশন এগিয়ে চলেছে। আমি চাই রফিক ফাউন্ডেশনকে দেখে সমাজের অন্যান্য ধনাঢ্য ব্যক্তিও যেনো এরকম কল্যাণমূলক কাজে উৎসাহিত হয়। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা না খেয়ে থাকে, অর্থাভাবে অনেক কষ্ট করে। তাদের খোঁজখবর রাখতে হবে।