লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে মো. আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বেগম হাসনা হেনা মুক্তা ও অধ্যক্ষ মরহুম এম এ বারী’র ২২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ইসলামপুরে মো. আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে, প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠাতা মরহুম বেগম হাসনা হেনা মুক্তা ও অধ্যক্ষ মরহুম এম এ বারী’র এবং মৃত্যুবরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী,পরিচালনা পর্ষদের সকল সদস্যদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা,সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী খান লোহানী বিপুল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বিদেহীদের আত্বার মাগফেরাত কামনায়সহ পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।