ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় চাষাড়া সরকারি মহিলা কলেজ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতায় ও জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত ৪০ টি কম্বল দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান বাবু, সহ-সভাপতি ইয়ারুন্নেছা ময়না, সাধারণ সম্পাদক নাজমা বেগম, যুগ্ম সম্পাদক মোঃ আলামিন, কোষাধ্যক্ষ শাওন, প্রচার সম্পাদক সজিব, ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল, কার্যনির্বাহী সদস্য ছালেহা বেগম, শেফালি, রওশন আলী, নজরুল ইসলাম,ওমর ফারুক প্রমূখ।