বন্দর প্রতিনিধি: বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক মাসুম বিল্লাহ পৈত্রিক সম্পত্তী উপর স্থাপনকৃত আরগার ভেঙ্গে ও সিমেন্টের খাম লুট করে ৮০ হাজার টাকা ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার লম্বাদরদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মাসুম বিল্লাহ বাদী হয়ে সোমবার দুপুরে হামলাকারি হাশেম, সজিব, মুন্না ও সোহেল বাবুসহ ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা লম্বাদরদী এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে গণমাধ্যম কর্মী মাসুম বিল্লাহ পৈত্রিক সম্পত্তির মোট ১৯ শতাংশের মধ্যে ০৩ শতাংশ জায়গার ভোগদখলে আছে। সে সাথে তার ৬ ভাইয়ের মধ্যে ৪ ভাইয়ের ২.২০ শতাংশ জায়গা ক্রয় করে মাসুম বিল্লাহ খরিদ সূত্রে মালিক হয়। এর সূত্রধরে মীরকুন্ডী এলাকার মোক্তার মিয়ার স্ত্রী শারমিন আক্তারের কুরামর্শে কুশিয়ারা এলাকার মানিক চাঁন মিয়ার ছেলে ভাড়াটিয়া সন্ত্রাসী মুন্না ও লম্বাদরদী এলাকার মৃত খোরশেদ আলম মিয়ার ছেলে সোহেল বাবু গনমাধ্যম কর্মী মাসুম বিল্লাহ নিকট থেকে পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখল করার পাঁয়তারা করে। বিবাদী গণমাধ্যম কর্মী পৈত্রিক সম্পত্তি দখল করতে ব্যার্থ হয়ে বিবাদী মুন্না ও সোহেল বাবু উল্লেখিত সাংবাদিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সাংবাদিক মাসুম বিল্লাহ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এর জের ধরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রতিপক্ষ শারমিন বেগমের হুকুমে সন্ত্রাসী হাসেম, সজিব, মুন্না ও সোহেল বাবুসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গণমাধ্যম কর্মী পৈত্রিক সম্পত্তিতে অনাধিকার ভাবে প্রবেশ করে আড়গাড়া ভেঙ্গে ও ১৬টি সিমেন্টের খাম পিকআপে তুলে নিয়ে গিয়ে ৮০ হাজার টাকা ক্ষতিসাধন করে।