ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা কর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামুন মাহমুদের বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসিরউদ্দিন জাহান সাগরের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।।
এ সময় অধ্যাপক মাহমুদ মৎস্যজীবী দলের নেতা কর্মীদেরকে শৃংখলা বজায় রেখে পতিত আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন ঘরে তোলার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক ডাঃ রাকিবুল হাসান, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন,মীর্জা ইস্কান্দার, সদর থানার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,মোঃ বরকতউল্লাহ,নাজমুল আলম,দুলাল শিকদার,নাফিজ লৌহান,পৃথুল দেব,মিজানুর রহমান,সদস্য হাফিজুল ইসলাম মানিক, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ রুবেল প্রধান, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ বিপ্লব হোসেন, মোঃ হাসান, জামাল প্রধান প্রমুখ।
নাসিরউদ্দিন জাহান সাগর নব নির্বাচিত বিএনপি আহবায়ক মামুন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,আওয়ামী লীগ ও তাদের দোসরা যেন কোন মতেই বিএনপিতে আসতে না পারে সেদিকে কঠোর হস্তক্ষেপ নিতে আহবান জানান।