ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর মাহমুদপুর এলাকায় রাজউকের অনুমোদনহীন ও অপরিকল্পিত ভাবে বহুতল ভবন নির্মাণ করায় রাজউক অথারাইজড অফিসারের নিকট মনির হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে উল্লেখ করেন, আমি মনির হোসেন ও আমার স্ত্রী শাহিদা আক্তার নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তির মালিক। আমার উক্ত সম্পত্তির লাগোয়া পূর্ব পাশের জমিতে আটতলা বিশিষ্ট বাড়ী নির্মান করেন যা করতে গিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে মূল কাঠামোর বাইরে সামান্য পরিমান কোন জায়গা অবশিষ্ট না রেখে নির্মান করেছেন। এমনকি তার বাড়ির পোলেস্টার দেয়ার জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রী তথা বাঁশ লাগানোর জন্যও মিনিমাম একটু জায়গাও অবশিষ্ট রাখেন নাই। এতে করে একদিকে যেমন তার নিজস্ব কাজের জন্য ক্ষতিকর অন্যদিকে পার্শ্ববর্তি প্লটের মালিক হিসাবে আমার জন্যও আশংকাজনক। উপরন্ত লোকমুখে শুনে ধারনা করছি তার উক্ত স্থাপনার রাজউক বা অন্য কোন কর্তৃপক্ষের কোনরুপ অনুমোদন নাই।
।জেলা নারায়নগঞ্জ, থানা ফতুল্লা, ইউনিয়ন কুতুবপুর, গ্রাম মামুদপুর মৌজা ১ নং ভূইঘর। জে এল নং সি এস ১৪৮ এস এ ৬ আর এস ১নং। খতিয়ান এস ৩৫২ এস এ ৪৩৫ আর এস ৪৬২। বর্তমান নামজারী ও জমাবাগ খতি ৫৪০৮ যার জোত নং ৫৪১৮। দাগ নং: সি এস ও এস এ ১৩৪২ আক ৩৫৬০ দাগে নাল জমি যোল আনা ৪৭ শতাংশ ইহার কাতে পূর্বাংশের মধ ৭.৫০ অযুতাংশ নাল জমি
উপরে উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে জোর দাবী জানান মনির হোসেন ।