এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এবং উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৪ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবেরদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার শিমুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উবায়দুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামি আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মাওঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মোতালেব হোসেন, গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। আলোচনা শেষে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র – ছাত্রীদের বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।