ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদ সদর নারায়ণগঞ্জের সম্মানিত সভাপতি এ.কে.এম ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা সাদিয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী আবুল কাশেম, প্রতিষ্ঠা কালীন সদস্য আবদুল বাতেন বাদল, সাবেক অভিভাবক সদস্য কাজী মোঃ মুসলিম, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য আবু বক্কর সিদ্দিক, সাবেক অভিভাবক সদস্য সংরক্ষিত মহিলা শীলা বেগম, কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আজিজুল হক, ফতুল্লা থানা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, কুয়েত আল জাহারা মহানগর যুবদলের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদী, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের, শরীফ উদ্দীন মাদবর, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, বৈষম্য রিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র, সজীব, সহ- মুখপাত্র মোঃ রাফিন, জেলা শিক্ষা অফিসের সাবেক অর্থ কর্মকর্তা শাহ আলম, জিন্নাতুনেছা মডেল স্কুলের প্রধান শিক্ষক বাদল হোসেন, মুসলিম নগর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের সহ-প্রধান শিক্ষক দুলাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুর রহমান কামাল ও মোঃ আসাদ উল্লাহর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সিনিয়র শিক্ষক ভিকারুননেছা, রাবেয়া খাতুন, বিজয় কুমার সাহা, সেকান্দর আলী,মোঃ ইকবাল হোসেন, ফুলপরী রানী, মোঃ সেলিম হোসেন, মাওলামা আঃ হালিম, নাহিদা আক্তার, মোঃ মাসুদুর রহমান,মো.গোলাম মোস্তফা,আবুল হোসাইন,মুসফিকুর রহমান জাহিদ,মাওলানা সাইফুল ইসলাম,ক্রীড়া শিক্ষক মতিউর রহমান, রাশিদা বেগম,আবদুর রাব্বি,আবদুল মুত্তালিব খান,মো.নাঈমুল ইসলাম,জয়া রানীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
এ সময় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।