নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অভিযান পরিচালনা করে গত একদিনে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- বাদশা (৪০), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য রনি (৩৭), নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য রিকাবুল (৫০), স্বপন (৪৫), রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী আকাশ (২৪), হৃদয় মিয়া (২৮), আল আমিন (২৯), রূপগঞ্জ সেচ্ছাসেবক লীগ নেতা নূর আলম (৩০), রুবেল মিয়া (৩২), মো শাহীন (২৮), সোনারগাঁ থানা যুবলীগের সক্রিয় কর্মী শাহ আলম (৩৪), সোনারগাঁ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিছির আলী (৫৩), তোফায়েল আহমেদ স্বপন (৫৬)।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া অন্যান্য অভিযানে আরো ৩১ জন গ্রেপ্তার রয়েছে। তাদেরকে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’