মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রী ও গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে ওই আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ ওই রাতেই লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।
ওই ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আত্মহত্যা করেন শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাদিয়া আক্তার (১৪) ও দুই সন্তানের জননী গৃহবধূ জান্নাতুল ফেরদৌসি (২৫)।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষার্থী নাদিয়াকে বাড়িতে রেখে তার মা রাহিমা বেগম মাঠে কাজে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে ঝুলে থাকতে দেখে ওড়না কেঁটে নিচে নামিয়ে আনেন।
মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্কুল শিক্ষার্থীর মা রাহিমা বেগম বলেন, আমি কাজ শেষে বাড়ীতে ফিরে দেখি আমার মেয়ে গলায় ফাস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। আমার মেয়ে কেন আত্মহত্যা করেছে তা আমি জানিনা।
গৃহবধূর স্বজনরা জান্নাতুলের মানসিক সমস্যা ছিল। এজন্য গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।