ষ্টাফ রিপোর্টার:
পুর্ব শত্রুতার জেরে বক্তাবলীর রামনগর প্রসন্ননগরে মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকা লুট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ফাহিমগং এর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী নুরু মিয়া ফতুল্লা মডেল থানায় রামনগর এলাকার নয়নের ছেলে ফাহিমগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বক্তাবলী প্রসন্ননগর এলাকার মৃত.আফাজউদ্দিনের ছেলে নূরু মিয়া উল্লেখ করেন যে, ফতুল্লা থানাধীন প্রসন্ননগর এলাকায় সাহেদ ষ্টোর নামে আমার পাইকারী মুদি দোকান রহিয়াছে। উল্লেখিত বিবাদীগন আমার পাশর্^বর্তী এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন অপকর্ম সহ ডাকাতি, ছিনতাই, গুম হত্যা কান্ড করিয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় নয়নের ছেলে ফাহিমের নির্দেশে একই এলাকার সালেহ আহমেদের ছেলে বিল্লার হোসেন ও বেলঅয়েত,হামজার ছেলে জাহিদ,আলামিনের ছেলে আলভী,জাহের আলীর ছেলে ফরহাদসহ ১০/১৫ জন অজ্ঞাতনামা বিবাদীগনরা লুটপাট করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হইয়া আমার বর্ণিত দোকানে আসিয়া আমাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। তখন এলাকার লোকজন জরো হইলে বিবাদীগন পালাইয়া যায়। এরই ধারাবাহিকতায় অদ্য বৃহস্পতিবার ২৭ ফেব্রয়ারী সকাল ১১ টায় উল্লেখিত বিবাদীগনরা পূর্বের ঘটনার জের ধরিয়া গত কালকের ন্যায় উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনি জনতাবদ্ধে দলবদ্ধ হইয়া আমার বর্ণিত দোকান ঘর ভাংচুর শুরু করে। আমার ছেলে সাহেদ (২২), ও আমি প্রতিবাদ করার জন্য আগাইয়া গেলে উল্লেখিত বিবাদীগন কাঠের ডাসা, লোহার রড, হকষ্ট্রিক, লাঠি সোডা সহ দিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে পিটিয়ে নীলা ফোলা জখম করে। একপর্যায়ে বিবাদীগন আমার দোকানের ক্যাশ কাক্সে থাকা চার লক্ষ ষাট হাজার দুইশত টাকা ও দোকানের ড্রায়ারের ভিতরে রক্ষিত আনুমানিক ত্রিশ হাজার টাকা লুট করিয়া নিয়া যায় এবং দোকানে থাকা একটি ডিপ ফ্রিজ যাহার মূল্য সত্তর হাজার টাকা ভেঙ্গে ফেলে ও দোকানে থাকা মুদি মালামাল প্রায় দুই লক্ষ টাকা ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে।
এ সময় আমাদের চিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসিলে ১,২ ও ৩নং বিবাদীদের হাতে থাকা দেশিয় পিস্তল বের করিয়া বিভিন্ন ধনের ভয়-ভীতি স্বরূপ হুমকির দেয় যে, এই ব্যপারে কাউকে কিছু বলিস কিংবা থানা/পুলিশ করিস তাহলে আমাকে এবং আমার ছেলেকে গুম করিয়া হত্যা করে নদীতে ভাসাইয়া দিবে মর্মে বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি প্রদান করে। বিবাদীদের হুমকিতে আমি সহ আমার ছেলে নিরপত্তাহীনতায় ভূগিতেছি বিধায় থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।