ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় আর আর টেক্সটাইলের শারলিজ এন্ড জেইনের গেঞ্জির শোরুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের নয়ামাটি এলাকায় ৩৫ নং আনোয়ার মোল্লা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে শো রুম উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী সমিতি সহ-সভাপতি আব্দুর সবুর খান সেন্টু, জুনিয়র সহ-সভাপতি সাঈদ আহমেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, পরিচালক আব্দুল হাই, পরিচালক মিজানুর রহমান, পরিচালক পারভেজ মল্লিক, পরিচালক হাজী শাহিন হোসেন, পরিচালক আতাউর রহমান, পরিচালক মনির হোসেন, পরিচালক মাসুদুর রহমান, পরিচালক বৈদ্যনাথ পোদ্দার,নাসির শেখ, আর আর টেক্সটাইলের প্রোপাইটর কামরুজ্জামান ভূইয়া মিনু,কোম্পানীর সিও রিফাজ জামান ভূইয়া।
এ ব্যাপারে শারলিজ এন্ড জেইন গেঞ্জির কর্নধার কামরুজ্জামান ভূইয়া মিনু বলেন,আমাদের গেঞ্জির মান বিশ্বমানের। আশা করি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে পারবো।