প্রেস বিজ্ঞপ্তি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, ফতুল্লায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ও ফতুল্লাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নজরুল ইসলাম সুজন । সাংবাদিক নজরুল ইসলাম সুজন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলোর ফতুল্লা প্রতিনিধি ও আলোকিত নারায়নগঞ্জের নির্বাহী সম্পাদক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লার সকল গণমাধ্যমকর্মীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।