ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো বাজার ও আশপাশের এলাকার মূর্তিমান আতংক রাসেল ভূইয়া বাহিনীর নানান অপকর্মের ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এ বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। কেউ কিছু বললে তার রক্ষা নেই।
সরেজমিন তারাবো বাজার,তারাবো দক্ষিণ পাড়া এলাকা ঘুরে জানা যায়,রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী এবং এমপি গোলাম দস্তগীর গাজীর বেতনভুক্ত সন্ত্রাসী তারাবো দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজউদদীন ভূইয়ার সন্ত্রাসী পুত্র হত্যা সহ একাধিক মামলার আসামি রুবেল ভূইয়ার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসা, দখল সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে রুবেল ভূইয়া বাহিনী।
গাজীর শেল্টার গত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে ররুবেল ভূইয়া ও তার সহযোগীরা দাবড়িয়ে বেড়ালেও ৫ আগস্ট ছাত্র জনতার গন আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে রাতারাতি ভোল পাল্টে রুবেল ভূইয়া ও তার সহযোগীরা তারাবো পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার আশ্রয় নিয়ে আরো বেশী বেপরোয়া হয়ে উঠে।
এমনকি বিএনপি ও যুবদলের নাম ব্যবহার করে নানান অপকর্ম করায় বিএনপির সুনাম ব্যপক ভাবে ক্ষুন্ন হচ্ছে।
রুবেল ভূইয়া বাহিনীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে।
জানা যায়, রুবেল ভূইয়া তার সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপক করার লক্ষ্যে একটি শক্তিশালী বাহিনী গঠন করেছে। তার বাহিনীর সদস্যরা হলো মাসুদের পুত্র শ্রাবণ ও কুত্তা মাসুদ, তমিজ উদ্দিন এর পুত্র যুবদল নেতা পরিচয় দানকারী রাসেল ভুইয়া,৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ মুন্সি,সাধারণ সম্পাদক সেলিম রেজা,শহীদুল্লাহ্ মুন্সীর পুত্র সাইফুল ইসলাম সহ আরো ৪০/৪৫ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া বেশী দূর্ধর্ষ ও সন্ত্রাসী। এরা একাধিক বার রেব ও পুলিশের হাতে আটক হয়েছে। রয়েছে একাধিক হত্যা সহ মামলা।
গত ৫ আগষ্টের পর তারাবো পৌর ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ্ মুন্সি ও সাধারণ সম্পাদক সেলিম রেজার আর্শীবাদ নিয়ে বর্তমানে বেশী বেপরোয়া হয়ে উঠেছে দূর্ধর্ষ সন্ত্রাসী রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া এবং তাদের সহযোগীরা।
বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা,জমি দখল,বিচার শালিশের নামে হয়রানি,আওয়ামী লীগ কর্মী বানানোর হুমকি দিয়ে অবৈধ সুবিধা গ্রহন,প্রকৃত বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে উক্ত বাহিনীর বিররুদ্ধে।
গাজী এমপি হতে মাসে ৬০ হাজার টাকা বেতন ভূক্ত সন্ত্রাসী রুবেল ভূইয়া গত ৫ আগষ্ট গাজীর শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট করতে দ্বিধাবোধ করেনি। সেদিনই সুচতুর রুবেল ভূইয়া তার বংশের স্হানীয় বিএনপি নেতা শহীদুল্লাহ্ মুন্সি ও সেলিম রেজাকে সুবিধা দিয়ে বিএনপির কর্মী বনে গিয়ে নানান অপকর্মের মাত্রা বৃদ্ধি করে দেন। বর্তমানে রুবেল ভূইয়া ও তার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।
অবিলম্বে তারাবোর মূর্তিমান আতংক রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া সহ তাদের শেল্টার দাতা এবং সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে রুপগঞ্জ উপজেলা ও থানা বিএনপির শীর্ষ নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে রুবেল ভূইয়ার ব্যবহৃত মুঠোফোনের ১ম নম্বরটি ( ০১৩০০৩৬৪৯@@) বন্ধ পাওয়া গেলেও ২য় নম্বরটিতে (০১৯৫৪৩৮৫২@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
তারাবো পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি শহীদুল্লাহ্ মুন্সীর ব্যবহৃত মুঠোফোনে (০১৯১১৭১০২@@) বলেন,ভাই বর্তমানে ওরা রয়েছে কিন্তু কারোর কোন ক্ষতি তো করছেনা। তাছাড়া সবাই এলাকার। আপনার দলের নির্দেশ রয়েছে কোন আওয়ামী দোসরদেরকে যেন দলে ভেড়ানো না হয় তাহলে আপনারা কেনইবা তাদেরকে দলে টানছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভাই এ বিষয়ে আপনি আমার দলের সেক্রেটারীর সাথে কথা বলেন। পরক্ষনে তিনি বলেন,ভাই আপনি আমার অফিসে আসেন দুইজন মিলে চা খাবো এবং কথা বলবো।