ষ্টাফ রিপোর্টার
ফতুল্লার শাহজাহান রি রোলিং মিল এলাকায় পূর্ব শত্রুুতার জের ধরে ইজাজুল কে মারধর করেছে সন্ত্রাসী স্বপন বাহিনী।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজাজুল।
– মোঃ ইজাজুল (৩০), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সাং-শাহজাহান রি-রোলিং মিলস সংলগ্ন অভিযোগে উল্লেখ করেন বিবাদী ১। স্বপন (২৮), পিতা- করিম, ২। জনি (৩০), ৩। রনি (৩৫), উভয় পিতা- আরব আলী, ৪। আল-মামুন (৩৩), পিতা- অজ্ঞাত, ৫। হৃদয় (২৮), পিতা- হোসেন খান, ৬। নাঈম (২৮), পিতা- মিলন, ৭। করিম (৪৯), পিতা- কমুরুদ্দিন অজ্ঞাত, সর্ব সাং- হক রোলিং মিলস এর ডালে, কবরস্থান রোড, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জগণ সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করার আবেদন করিতেছি যে, অদ্য-১২/০৪/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ২:০০ ঘটিকার সময় আমি আমার বর্নিত ঠিকানার বাসা হইতে বাহির হইয়া ফতুল্লা ডিআইটি মাঠ আসার পথি মধ্যে ৭নং বিবাদীর নিদের্শে উল্লেখিত ১ হইতে ৬নং বিবাদীগণ সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের নিয়া আমার পথ রোধ করিয়া দারাইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ এলোপাথাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর নীলাফোলা জখম করে। এক পর্যায়ে ১ ও ৬নং বিবাদীদ্বয় আমার নিকট হইতে নগদ- ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা ও একটি স্মার্ট ফোন (যাহার বর্তমান বাজার মূল্য- ১৯,০০০/-) জোর পূর্বক ছিনাইয়া নিয়া যায়। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগণ আমাকে জীবনের তরে শেষ করিয়া দিবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
উল্লেখিত ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তান্তর কামনা করেন ইজাজুল ইসলাম।